উইন্ডোজের ভুল ধরতে পুরস্কার বাড়াল মাইক্রোসফট

  03-08-2017 10:26AM

পিএনএস ডেস্ক:উইন্ডোজ ৮.১ এর এবার উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটি খুঁজতে পুরস্কারের পরিমাণ বাড়াল মাইক্রোসফট। উইন্ডোজ বাউন্টি নামের এ প্রোগ্রামের আওতায় এ অপারেটিং সিস্টেমের ত্রুটি শনাক্ত করতে পারলে মোট আড়াই লাখ ডলার পুরস্কার দেয়া হবে।

এর আগে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে ত্রুটি শনাক্তের জন্য এক লাখ ডলার পুরস্কার দিয়েছিল। যেকোনো ব্যক্তি এতে অংশ নিতে পারবেন।

মাইক্রোসফটের এক মুখপাত্র ব্লগ পোস্টে জানিয়েছেন, নিরাপত্তা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন সময়ে আসা বাগগুলো (ত্রুটি) নিয়ন্ত্রণে মাইক্রোসফট গুরুত্ব দিয়ে থাকে।

উল্লেখ্য, ২০১২ সালে নিজেদের বিভিন্ন সেবার দুর্বলতার খুঁজে পেতে বাগ বাউন্টি প্রগ্রাম চালু করে যুক্তরাষ্ট্র ভিত্তিক এ কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠানটি।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন