ফেসবুকে ‘আউটসোর্সিং ফ্রিল্যান্সিং’ পোস্টার নিয়ে সমালোচনার ঝড়

  24-08-2017 02:44PM

পিএনএস ডেস্ক:পথে চোখ আটকে যাওয়া একটি পোস্টার কেউ একজন ফেসবুকে তুলে দিয়েছেন। এরপর ‘আউটসোর্সিং ফ্রিল্যান্সিং’ নামের এই পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়। তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ অনেক কর্মকর্তারা এই নিয়ে কথা বলেছেন।

পোস্টারে লেখা আছে, ‘আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ভর্তি চলিতেছে ঈদ উপলক্ষে ৫০% ছাড়ে। ৬ মাসের কোর্স শেষে ৪০০০-৫০০০০ টাকা ইনকামের ১০০% নিশ্চয়তা!!!’

পোস্টারে দেওয়া স্বল্প মেয়াদি কোর্সে শতভাগ নিশ্চিত আয়, সিনেমাটিক ভঙ্গিমা এবং অনেক টাকা আয়ের প্রলোভনের বিষয়গুলো নিয়ে মূলত অনেকে মুখ খুলেছেন। অনেকেই বলছেন, বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে বড় আউটসোর্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.কমে যেখানে নিবন্ধন ব্লক করে রেখেছে সেখানে এই পোস্টারের বিজ্ঞাপন হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

এসো.কমের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম সানি ছবিটি শেয়ার দিয়ে বলেছেন, ‘অসামঞ্জস্য বাস্তবতা’।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান এই পোস্টার দেখে লিখেছেন, ‘অনেক মজা পেলাম দেখে। আমার দিনটা আজকে খুব খারাপ যাচ্ছে কিন্তু এটা দেখে না হেঁসে পারলাম না।’

মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির বলছেন, ‘নতুন ব্যবসায়িক আইডিয়া।’ নিজল ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান নিলাভ বলেন, ‘মডেল এর ছবি ভালো হয় নাই। সানি আপার ফটো দিলে ভালো হইত।’

স্পাইবি নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান তুরান লিখেছেন, ‘চমৎকার বিজ্ঞাপন। ফ্রিল্যান্সিং করে শুধু ৪০০০-৫০০০০/- টাকাই ইনকাম করা যাবে না সাথে পাওয়া যাবে মডেল এর মত গার্লফ্রেন্ড বা বউ। হেলায় সুযোগ হারাবেন না। এই ঈদে ভর্তি হলে পাবেন ৫০% ডিস্কাউন্ট।’


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন