মারণফাঁদ ব্লু হোয়েল থেকে সন্তানকে বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়গুলি

  31-08-2017 03:07PM

পিএনএস ডেস্ক : সুইসাইড গেম ব্লু হোয়েল। কেন এই মারণ খেলার প্রতি বাড়ছে ঝোঁক? মনোবিদদের পরামর্শ, এব্যাপারে সবার আগে সতর্ক হতে হবে অভিভাবকদেরই।

সন্তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। ইন্টারনেট ও সোশ্যাল সাইট ব্যবহারে কড়া নজরদারি রাখতেই হবে। সন্তান হঠাত্‍ আনমনা, অসুখী কিংবা একা থাকতে আগ্রহী হলে সতর্ক হওয়ার দরকার। সন্তান কখনও বাড়ি ছেড়ে চলে যাওয়া বা মৃত্যুর কথা বললে অবিলম্বে মনোবিদের দ্বারস্থ হতে হবে। সন্তানকে একাকীত্বে ভুগতে দেওয়া চলবে না, প্রয়োজনে আরও বেশি করে সময় দিতে হবে।

পরীক্ষার রেজাল্ট খারাপ হলে বকাবকি না করে মনোবল বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দামী স্মার্টফোনের বদলে সাধারণ ফোনে সন্তানকে অভ্যস্ত করা যেতে পারে। বাচ্চাকে শান্ত করতে বা ব্যস্ত রাখতে হাতে গ্যাজেট ধরিয়ে দেওয়ার অভ্যাস ত্যাগ করতেই হবে। গল্পের ছলে সন্তানের সোশ্যাল মিডিয়ায় গতিবিধি সম্পর্কে অবহিত থাকতে হবে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন