নতুন রূপে ইউটিউব

  01-09-2017 07:00PM

পিএনএস ডেস্ক: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে আনা হয়েছে নতুন কিছু পরিবর্তন। লোগোর পাশাপাশি বেশ কিছু অপশন যুক্ত করা হয়েছে ইউটিউবে।

আগের লোগোতে ইউটিউবের টিউব লেখাটি একটি লাল টিউবের ভিতরে ঢুকানো ছিল।

এখন সেই টিউব সরিয়ে ইউটিউব লেখাটি সামনে এনে তার মধ্যে প্লে বাটনের লোগো যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে এখন ইউটিউবের সাদা ব্যাকগ্রাউন্ডের বদলে কালো রঙের ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন।

মোবাইলেও ভিডিও চালাতে গেলে লম্বাভাবে পুরো স্ক্রিনজুড়ে তা দেখা যাবে। আগে দেখা যেতো চ্যাপ্টাভাবে। নতুন একটি অপশন ব্যবহার করে চাইলে স্লোমোশনে বা স্পিডিভাবেও ভিডিও দেখা যাবে।

এতে ভিডিও দেখতে দেখতে ব্রাউজ করার সুবিধাও যুক্ত করা হয়েছে। আগে হোম পেইজের উপরে লাল ব্যানারসহ ইউটিউবের লোগো দেখা যেতো। এখন সেটি সরিয়ে শুধু ইউটিউবের লোগোটি রাখা হয়েছে। এতোদিন শুধু ইউটিউবের বেটা সংস্করণেই এই পরিবর্তনগুলো দেখা যেতো।

বুধবার থেকে প্রতিষ্ঠানটি নতুন এই ফিচারগুলো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। গত ১২ বছরের মধ্যে এবারই প্রথম ইউটিউব তাদের লোগো বদল করলো।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন