নিখুঁত সেলফি তোলা শেখাবে অ্যাপ

  05-09-2017 03:40AM

পিএনএস ডেস্ক:সেলফি তোলা অনেকেরই শখ। তবে সেটা নিখুঁতভাবে খুব কম লোকই সম্পন্ন করতে পারেন।

এবার তাদেরকে নিখুঁত সেলফি তোলা শেখাবে অ্যাপ।
কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুয়ের একদল কম্পিউটার বিজ্ঞানী এমন একটি অ্যাপ তৈরি করেছেন যা ব্যবহারকারীকে ভালো মানের সেলফি তোলার নির্দেশনা দেবে।

অ্যাপটিতে যুক্ত করা অ্যালগরিদম সিস্টেমটি আলোর গতি বিধি মুখের আকৃতি ও অবস্থান নির্ণয় করে। যা সেলফি তোলারে দক্ষতাকে আরও বাড়িয়ে তুলবে। কম্পিউটার দিয়ে তৈরি করা সেলফির মাধ্যমে গবেষকরা অ্যালগরিদমটি তৈরি করেছেন। এরপর কয়েক হাজার মানুষের দেওয়া ভোটের ভিত্তিতে আদর্শ ভার্চুয়াল সেলফিটি বেছে নিয়েছেন গবেষকরা।

বিজ্ঞানী দলটির অধ্যাপক ড্যান ভোজেল জানিয়েছেন, কিভাবে ক্যামেরা ধরলে সবচেয়ে ভালো ছবি আসবে ব্যবহারকারীরা তা অ্যাপটির মাধ্যমে শিখতে পারবেন। গবেষক দলটির দাবি, এই প্রযুক্তি ব্যবহারের ফলে সেলফির মান ২৬ শতাংশ বৃদ্ধি পাবে। তবে কবে নাগাদ অ্যাপটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ‘অ্যান অ্যাপ ফর দ্য পারফেক্ট সেলফি’ শিরোনামে লেখা গবেষণা প্রবন্ধটি সাইন্স ডেইলি জার্নালে প্রকাশ করা হয়েছে।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন