এইচটিসির মালিক হচ্ছে গুগল

  09-09-2017 01:57AM

পিএনএস ডেস্ক: স্মার্টফোন কোম্পানি এইচটিসির পুরো মালিকানা অথবা আংশিক কিনতে যাচ্ছে গুগল। তাইওয়ানের কমার্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয় ,গুগল এই মুহূর্তে এইচটিসির সম্পূর্ণ বা আংশিক মালিকানা ক্রয় করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পত্রিকাটিতে গত আগস্টে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এইচটিসি’র কর্তৃপক্ষ তাদের মালিকানার কিছু অংশ বিক্রি করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের বাজারে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা হিসেবে একসময় এইচটিসির পরিচিত ছিল।কিন্ত প্রতিষ্ঠানটি তাদের সুনাম ধরে রাখতে পারেনি।

খবরে বলা হয়, এইচটিসি ক্রয় করার পেছনে গুগলের আগ্রহের কারণ হিসেবে কন্টেন্ট, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা মিলিয়ে নিঁখুত ফোন তৈরিই বড় কারণ।

তবে গুগল ও এইচটিসি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন