ফেসবুকে আসছে এবার ‘স্নুজ’ বাটন

  25-09-2017 01:52PM

পিএনএস ডেস্ক: নিজের পরিবার ও কাছের মানুষগুলির সাথে যোগাযোগ রাখার জন্য ফেসবুক একটি দারুন প্ল্যাটফর্ম এই বিষয়ে কোনো সন্দেহ নেই । কিন্তু এতো অ্যাপ ও সোশাল মিডিয়ার ভিড়ে একটু হলেও কমতে শুরু করেছে ফেসবুকের জনপ্রিয়তা।

কিছু মানুষ আছেন যারা জীবনের সব খুঁটিনাটি ফেসবুকে শেয়ার করে থাকেন। কখনো সেগুলি অন্য মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই ফেসবুক এবার আনতে চলেছে নতুন ‘স্নুজ’ বাটন। এই বাটনের মাধ্যমে আপনি কোনো ব্যাক্তি বা পেজে পোস্টকে ‘স্নুজ’ করে রাখতে পারবেন।

নতুন এই ফিচারটি কিছুটা ‘আনফলো’-এর মতোই কিন্তু এই ক্ষেত্রে আপনি ঠিক করতে পারবেন কাতক্ষন আপনি সেই ব্যাক্তি বা পেগের পোস্ট দেখতে চান না।

টেকক্রাঞ্চ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ইতিমধ্যেই নতুন এই ফিচারের টেস্টিং শুরু করে দিয়েছে। এবার আর আপনার বন্ধুর বিরক্তিকর ফেসবুক পোস্টের জন্য আপনাকে চিন্তা করতে হবে না।

ঠিক যেভাবে ‘আনফলো’ করা যায় তেমনি ‘স্নুজ’ করলে আপনার বন্ধু জানতে পারবেন না যে আপনি তাকে স্নুজ করেছেন। সূত্র: গিজবট

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন