আসছে ‘টুইটার লাইট’ অ্যাপ

  26-09-2017 12:26PM

পিএনএস ডেস্ক: উন্নয়নশীল বিভিন্ন দেশে বসবাসকারী স্বল্প গতির ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন একটি অ্যাপ চালু করতে যাচ্ছে টুইটার।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের জন্য ‘টুইটার লাইট’ নামের এই অ্যাপের সাহায্যে টুজি ইন্টারনেট ব্যবহারকারীরা স্বচ্ছন্দে মাইক্রোব্লগিং সাইট ব্যবহারের সুযোগ পাবেন। ফলে ছবি লোড বা আপলোডে দেরি হওয়ার ভোগান্তি কমবে তাদের।

নতুন এই অ্যাপটি মাত্র তিন মেগাবাইট হওয়ায় সাধারণ মানের যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে তা ইনস্টল করা যাবে।

এরই মধ্যে ফিলিপাইনে পরীক্ষামূলকভাবে অ্যাপটির কার্যকারিতা পরীক্ষাও করা হয়েছে।

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন