মুঠোফোন চার্জ করব কখন? জেনে নিন এই বিষয়

  30-09-2017 07:40PM

পিএনএস ডেস্ক : মুঠোফোন কেনার পর বেশ কিছুদিন গেলেই ব্যাটারির চার্জ কমে যাওয়া নিয়ে অভিযোগ করেন অনেকেই। জরুরি ফোন করার সময় দেখা যায়, ব্যাটারিতে কোনো চার্জ নেই। এই যন্ত্রণা এড়ানোর জন্য অনেকেই সঙ্গে পোর্টেবল চার্জার রাখেন। কিন্তু সেই চার্জার বেচারার চার্জও একসময় শেষ হয়ে যায়!

মুঠোফোন কেনার পর প্রথম যখন চার্জ দিলেন, তখন থেকেই কিন্তু ব্যাটারির আয়ু কমতে শুরু করে। ফলে মুঠোফোনের ব্যাটারি ধীরে ধীরে হারাতে থাকে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতা। রাতে ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে রাখলে সারা দিন চার্জ থাকবে, এই ধারণা একেবারেই ভুল। রাতে ফোন চার্জে দেওয়া থাকলে চার্জারের সঙ্গে ফোনটি বেশিক্ষণ হয়তো সময় কাটাতে পারে, কিন্তু চার্জও হারিয়ে ফেলে দ্রুত।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ অবশ্য আছে। চার্জ শূন্য হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। বরং ৩৫ শতাংশ থেকে ৪০ শতাংশে চার্জ নেমে এলেই চার্জ করতে দেওয়া উচিত। এতে ব্যাটারি ধারণক্ষমতা সংরক্ষণ করতে সহায়তা করবে। সব কথার শেষ কথা, আপনি যদি একই ফোন কয়েক বছর ধরে ব্যবহার করে থাকেন, তাহলে চার্জে দিয়ে ঘুমানোর অভ্যাস বাদ দিন।

সূত্র: টাইম

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন