বিশ্ব জুড়ে “ডাউন” ফেসবুক ও ইনস্টাগ্রাম

  11-10-2017 11:21PM

পিএনএস ডেস্ক:বিশ্ব জুড়ে বিপর্যয় ফেসবুক ও ইনস্টাগ্রামে। লক্ষ লক্ষ ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন। অনেকেই ফেসবুক ওয়েবসাইটে গেলে একটি ‘কালো’ পেজ খুলে যাচ্ছে। কোনও পেজ ‘রিফ্রেস’ করা যাচ্ছে না। লগ আউটের অপশনও আসছে না।

কেউ কেউ কোনও একটি পেজ খুলতে পারছেন। তবে কোনও কিছু পোস্ট বা আপলোড করতে পারছেন না। ব্রাজিল, জাপান, ভারত ও ইউরোপের বেশ কিছু অংশে এই সমস্যা দেখা দিয়েছে। কি কারণে ফেসবুকে এই সমস্যা দেখা দিল, তা স্পষ্ট নয়।

ফেসবুকের তরফে কোনও যান্ত্রিক গোলোযোগের কথাও এখনও ঘোষণা করা হয়নি। বুধবার বিকেল ৪টে থেকে সমস্যা শুরু হয়েছে। অনেকেই ফেসবুক ব্যবহার করতে না পেরে ট্যুইটারে অভিযোগ করছেন। চলতি বছরে এর আগেও একবার ব্রিটেন জুড়ে ফেসবুক স্তব্ধ হয়ে গিয়েছিল। সেইসময় ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছিল যে ‘জাভাস্ক্রিপ্ট’ কোডে সমস্যা থাকায় ফেসবুক বন্ধ হয়ে যায়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন