ইন্টারনেটের ধীর গতি থাকবে তিন দিন

  18-10-2017 11:03AM

পিএনএস ডেস্ক: প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলায় ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্টারনেটে ধীর গতি থাকবে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সূত্র জানিয়েছে, আগামী ২২ থেকে ২৪ অক্টোবর তিন দিন ব্যান্ডউইথ ঘাটতির পরিমাণ মোট চাহিদার চেয়ে ৫০ জিবিপিএসেরও কম হবে।

এ বিষয়ে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান বলেন, প্রথমবারের মতো সাউথ ইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৪ (এসইএ-এমই-ডব্লিউই-৪) নামের এ সাবমেরিন ক্যাবল সম্পূর্ণ বন্ধ করে মেরামত করা হচ্ছে। ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে আগামী ২২ অক্টোবর কাজ শুরু হয়ে চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এতে করে দেশের ইন্টারনেটের গতির ওপর সাময়িক প্রভাব পড়বে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দাবি ওই সময় ব্যান্ডউইথের ঘাটতি থাকবে ২০০ জিবিপিএসেরও বেশি। ফলে ওই সময় দেশে ভয়াবহ ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা দেখছেন ইন্টারনেট সেবাদাতারা। একই সাথে ওই সময় দেশের ইন্টারনেটে ধীর গতি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে এ সময় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৫) দিয়ে বিকল্প ব্যবস্থায় দেশে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক রাখা হবে।

এরই মধ্যে দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দিয়ে ওই তিন দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন