রহস্যজনক তোরণ খুঁজে পেল 'গুগল আর্থ'

  25-10-2017 09:23PM

পিএনএস ডেস্ক : গুগল আর্থ ইমেজারির সাহায্যে হাজার হাজার বছরের পুরনো পাথরের ‘তোরণ’ আবিষ্কার করলেন বিজ্ঞানিরা। সৌদি আরবে এগুলি আবিষ্কৃত হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এক গবেষক ডেভিড কেনেডি জানিয়েছেন, সৌদি আরবে মূলত পাহাড়, মরুভূমি রয়েছে। কিন্তু এর মাঝেই বহু পুরাতাত্ত্বিক স্থানও রয়েছে। এদেরই খোঁজ চলছে।

কেনেডি জানিয়েছেন, গুগল আর্থ থেকে প্রাপ্ত ছবি থেকে বলা যায় এগুলি দেখতে অনেকটা ‘flat field gates’-এর মতো। যা নিচ থেকে ভালো বোঝা যায় না। তবে ১০০ ফুটের মতো ওপর থেকে একে দেখলে বা উপগ্রহ থেকে তা খুব সুন্দরভাবেই চোখে পড়ে।

তিনি জানান, উপর থেকে এগুলি দেখলে কিছুটা দরজার মতো মনে হয়, তাই তিনি এগুলিকে গেটস বলছেন। তবে সেখানে মানুষের বসবাস ছিল বলে মনে হয় না বলে জানান। ঠিক কি কারণে এগুলি এমন ধরনের, তা আজও রহস্য।

কারা এর নির্মাতা তাও সঠিক ভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, এগুলির নির্মাণ ২০০০-৯০০০ বছর সময়কালে।

পিএনএস- জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন