পিরামিডের ভেতর গোপন কক্ষের সন্ধান পেলো গবেষকরা

  03-11-2017 03:00PM

পিএনএস ডেস্ক: মিশরের গিজা পিরামিড প্রায় চার হাজার বছরের পুরনো। ৪৭৯ ফিট উঁচু এ পিরামিড নিয়ে আজও রহস্য কাটছে না।

সম্প্রতি গবেষকরা বলছেন, এর ভেতরের যে অংশগুলো আবিষ্কার করা হয়েছে, সেগুলো ছাড়া আরও কিছু অংশ রয়েছে, যা তথ্যপ্রমাণে তারা নিশ্চিত হয়েছেন।

সম্প্রতি গবেষকরা শুরু করেছেন স্ক্যান পিরামিড নামে এক মিশন। গিজা পিরামিড,যা বেশি পরিচিত খুফু পিরামিড নামে, তার রহস্য উন্মোচনের কাজ শুরু হয়েছে। এজন্য থার্মাল স্ক্যানসহ নানা আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক এ গবেষণাতেই পিরামিডের ভেতর বিশাল গোপন কক্ষ রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। গবেষক মেহদি তায়োবি বলছেন, এখন সেই গোপন কক্ষটি খোঁজার কাজ চলছে।

ধারণা করা হচ্ছে, এর ভেতরে নাকি লুকিয়ে রাখা আছে মহামূল্যবান সম্পত্তি। তারই সন্ধানে উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীরা।

গবেষকরা গোপন কক্ষ খুঁজতে ব্যবহার করছেন থার্মোগ্রাফি।

তাপ অনুধাবন করে সাহায্যে পিরামিডের ভেতরে কোথাও কি রয়েছে, তার হদিশ পাওয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
বর্তমানে এর যে চেম্বার পাওয়া গেছে সেটি ছাড়াও আরও একটি চেম্বার রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এখনও সে সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য মেলেনি।

তুতেনখামেনের মমি আবিষ্কার যেমন যুগান্তকারী ছিল, তেমন রানি নেফারতিতির সমাধিও আবিষ্কৃত হবে বলে আশা করছেন তাঁরা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন