কাকাতুয়ার কারণে কোটি ডলারের ব্রডব্যান্ড নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত

  06-11-2017 02:34PM


পিএনএস ডেস্ক: নিরীহ কাকাতুয়ার কারণে বিপুল ক্ষতির মুখে ব্রডব্যান্ড নেটওয়ার্ক পরিসেবা! এমনই দাবি করছেন বিশেষজ্ঞরা। বিবিসি জানাচ্ছে, কাকাতুয়ার কামড়ে অস্ট্রেলিয়ার কয়েক কোটি ডলারের ব্রডব্যান্ড নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত।

এ ব্যাপারে ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক (এনবিএন) কোম্পানি জানিয়েছে, কাকাতুয়ার কামড়ে ক্ষতিগ্রস্ত কেবল ঠিক করার জন্য তাদের ইতিমধ্যে কয়েক লক্ষ ডলার খরচ করতে হয়েছে। এনবিএন জানিয়েছে, কাকাতুয়ারা যখন ঝাঁক বেধে আসে, তখন তাদের থামানো কঠিন হয়ে যায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাখিতে খুবলে খাওয়া ফাইবার কেবল পরিবর্তন করার জন্য এখন পর্যন্ত তাদের ৮০,০০০ অস্ট্রেলিয়ান ডলার খরচ হয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, উজ্জল রঙেরে ব্রডব্যান্ড কেবল কাকাতুয়াকে আকৃষ্ট করেছে। তাই তারা তারের উপর ধারালো নখের আঁচড় কাটে। আবার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে খুবলে দেয় তার। ক্রমাগত আঁচড় কেটে পাখির দল তাদের ঠোঁট ক্রমাগত ধারালো করেছে । তাদের সামনে যাই আসে তাতেই ঝাঁপিয়ে পড়ে সব ছিঁড়ে ফেলে। তবে আচরণগত বৈশিষ্ট্য বলছে, কাকাতুয়া সাধারণত ফল, বাদাম, কাঠ এবং বাকল খেয়ে থাকে।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন