এবার অনলাইনেই কিনতে পারবেন সিম কার্ড

  22-11-2017 03:24AM

পিএনএস ডেস্ক: অনলাইনেই এবার কিনতে পারবেন মোবাইলের সিম কার্ড৷ অভিনব এই সুযোগটি এনে দিয়েছে আমাজন৷ উপরি পাওনা নো ডেলিভারি চার্জ৷

এবার আর শুধু জামা-কাপড়, বই বা ইলেকট্রনিক গেজেটস নয়৷ আমাজনের অনলাইন পোর্টালে এয়ারটেল এবং ভোডাফোনের সিমকার্ডও পাওয়া যাচ্ছে৷ আমাজনের সাইটে গিয়ে নির্ধারিত নিয়ম মেনে অর্ডারটি দিতে হবে৷ অর্ডার দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আপনার ঘরে পৌঁছে যাবে সিমটি। তবে, অনলাইন সিমটি পাওয়া যাচ্ছে শুধুমাত্র পোস্টপেড গ্রাহকদের জন্যই৷

কিভাবে করবেন সিম কার্ডের অর্ডার? আমাজনের ওয়েবসাইটে লগ ইন করুন৷ এরপর নতুন সিম কার্ডের জন্য অর্ডার দিন৷

এই নির্দিষ্ট সিমটি পেতে হলে আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সাবমিট করতে হবে৷ তবে, সাধারণত দোকান থেকে নতুন সিম কিনতে গেলে যে সমস্ত ডকুমেন্টস দিতে হয়ে সেগুলোই এখানেও সাবমিট করতে হবে৷ প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে রয়েছে আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি৷

শুধু সিমকার্ডই নয়৷ সিমকার্ডের সঙ্গে আপনি রিচার্জ করাতেও পারবেন৷ এয়ারটেল এবং ভোডাফোন দুটি নেটওয়ার্ক সংস্থার জন্যই রয়েছে আকর্ষণীয় অফার৷ এয়ারটেল নেটওয়ার্কে ৪৯৯, ৭৯৯, ১১৯৯ এবং ১৫৯৯ টাকায় রয়েছে আকর্ষণীয় আনলিমিটেড মান্থলি অফার৷ এর পাশাপাশি ভোডাফোনেও রয়েছে এমনই বেশ কিছু অফার৷ যেগুলি মিলবে মাত্র ৪৯৯, ৬৯৯, ৯৯৯, ১৬৯৯ এবং ২৯৯৯ টাকায় আকর্ষণীয় অফার।

সূত্র: ইন্টারনেট

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন