পৃথিবীর কাছে গ্রহাণু! (ভিডিও)

  27-11-2017 05:59PM

পিএনএস ডেস্ক : গ্রহাণু প্রধানত পাথর দ্বারা গঠিত বস্তু যা তার তারাকে কেন্দ্র করে আবর্তন করে। তবে সম্প্রতি চিনাবাদামের মত দেখতে গ্রহাণু খুঁজে পেল নাসার বিজ্ঞানীরা।

গত সপ্তাহের পৃথিবীর খুব কাছে এই গ্রহাণু দেখতে পান মহাকাশ বিজ্ঞানীরা। গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ১৯৯৯ জেডি ৬।গ্রহাণুটির দু'টি অংশ একসঙ্গে লেগে রয়েছে। আবার ২০৫৪ তে কোন গ্রহাণু পৃথিবীর এত কাছে আসবে বলে জানিয়েছে নাসা।

গত ২৪ জুলাই পৃথিবীর সবচেয়ে কাছে আসে গ্রহাণুটি। দূরত্ব ছিল মাত্র ৭.২ বিলিয়ন কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় ১৯ গুণ দূরে। নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্টেনা দিয়ে আরো ভালোভাবে গ্রহাণুটিকে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। আমাদের গ্রহকে গ্রহাণুর আঘাত থেকে বাঁচাতে গ্রহাণুগুলোর গতিবিধির উপর নজর রাখছে মহাকাশ বিজ্ঞানরা।



পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন