কর্মী নিয়োগ করবে ফেসবুক

  30-11-2017 08:37PM

পিএনএস ডেস্ক : শুধু বন্ধুদের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে নয়, পেশা হিসাবেও ফেসবুককে এবার বেছে নিতেই পারেন৷ চলতি বছরেই ১৪ শতাংশ কর্মী বৃদ্ধি করতে চলেছে ফেসবুক৷ ফেসবুকের তরফে জানান হয়েছে, চলতি বছর তারা ১,১৫৯ জন ছেলেমেয়েকে কাজের জন্য নিয়োগ করবে৷ ‘ভারচুয়াল রিয়েলিটি’, ‘ড্রোন ‘এবং ‘ডেটা সেন্টারসের’ জন্য এই কর্মীদের নিয়োগ করা হবে বলে জানা গেছে৷

গত বছরই অকুলাস রিফ্টর কাছ থেকে দুই বিলিয়ন ডলার দিয়ে অকুলাস ভিআরকে কিনে নেয় ফেসবুক৷ ভারচুয়াল রিয়েলটিতে কাজের জন্য ৫৪ জন ছেলেমেয়েকে নেওয়া হবে এছাড়াও হিউমান রিসোর্স-সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে৷

ফেসবুকের মুখ্য অপারেটিং অফিসার শারেল স্যান্ডবার্গ এক সাক্ষাৎকারে জানান, ” ফেসবুকের সিইওর মার্ক জুকারবার্গ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ায় তাদের লক্ষ্য৷ ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, তাই পরিষেবাকে আরও উন্নত করতে তাদের ফেসবুকের তরফে এই কর্মীনিয়োগের পদক্ষেপ৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন