হঠাৎ ফেইসবুকের ‘ম্যাসেঞ্জার’ ডাউন

  05-12-2017 11:13PM

পিএনএস ডেস্ক:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ‘ম্যাসেঞ্জার’ ডাউন হয়েছে।বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও কোনো ব্যবহারকরীরা এই বার্তা আদান-প্রদানকারী সেবাটি ব্যবহার করতে পারছেন না।

বাংলাদেশ সময় বিকেল ৫ টা থেকে ম্যাসেঞ্জার ব্যবহার করতে গিয়ে সমস্যা পড়েছেন ব্যবহারকারীরা। মোবাইল ম্যাসেঞ্জার অ্যাপে কোন বন্ধুতে বার্তা পাঠাতে গেলে ‘something went wrong, please try again’ এমন র্বাতা ভেসে উঠছে।ম্যাসেঞ্জারের ডেক্সটপ সংস্করণেও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

এমনকি ফেইসবুক ব্যবহার করে কেউ চ্যাট করতে পারছেন না।বিভিন্ন ধরনের সাইট ডাউনের তথ্য দেয়ার ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’ কর্তৃপক্ষ ম্যাসেঞ্জার এ সাময়িক বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

তাৎক্ষণিক এ সমস্যার কারণে প্রায় ১ হাজারের বেশি ব্যবহারকারী ডাউন ডিটেক্টরে রিপোর্ট করেছেন বলেও জানাচ্ছে সাইটটি।ইতোমধ্যে সমস্যাটি নয়ে সামাজিক মাধ্যম ফেইসবুক, টুইটারে পোস্ট করেছেন অনেকে ব্যবহারকারী। সেখানে ম্যাসেঞ্জারের এমন সাময়িক বন্ধ হওয়ার বিষয়টি লিখছেন তারা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন