এবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাবে সফটওয়্যার!

  09-12-2017 03:36PM

পিএনএস ডেস্ক:স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও চাকরির পরীক্ষাসহ যেকোনো ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া ঠেকাবে সফটওয়্যার। ‘কোয়েশ্চেন সেন্টার’ নামে এই সফটওয়্যারটি তৈরি করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী মো. আল-আমিন।

আল-আমিন জানান, এই সফটওয়্যারের মাধ্যমে মাত্র ২০-৩০ সেকেন্ডে প্রশ্নপত্র তৈরি করা সম্ভব। পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষার এক মিনিট আগে কারো পক্ষে জানা সম্ভব হবে না। পরীক্ষা শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। ফলে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ডের ইনোভেশন সেন্টারে মো. আল-আমিন তার এই সফটওয়্যারটি প্রদর্শন করছেন।

বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আল-আমিন তার বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুর রহমানের তত্ত্বাবধায়নে প্রায় এক বছর ধরে কাজ করে উদ্ভাবন করেছেন ‘কোয়েশ্চেন সেটার’ নামক এই সফটওয়্যারটি।

মো. আল-আমিন বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও চাকরির পরীক্ষাসহ যেকোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা আমারা প্রায়ই শুনতে পাই। আসাধু কিছু মানুষের জন্য প্রায়ই সব ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। প্রশ্নপত্র ফাঁস রোধে ‘কোয়েশ্চেন সেন্টার’ সফটওয়্যারটি কার্যকরী ভূমিকা রাখবে বলে দাবি তার।

তিনি বলেন, আগে থেকে পরীক্ষার সিলেবাস সেট করে রাখতে হবে। এরপর প্রশ্নপত্র তৈরির সময় শুধু পরীক্ষার নাম, বছর, ক্লাস এবং বিষয় সেট করে কোয়েশ্চন বাটন চাপ দিলে প্রশ্নপত্র তৈরি হয়ে যাবে। সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন দেওয়ার ব্যবস্থা আছে। কয়টা প্রশ্ন আসবে, এমসিকিউ ও সৃজনশীল সব কিছু আলাদাভাবে সেটা করা যাবে। সিলেবাসে যতগুলো প্রশ্ন থাকবে, সবগুলো ডাটাবেজে এন্ট্রি থাকবে। এই সফটওয়্যারের মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করতে সময় লাগবে মাত্র ২০-৩০ সেকেন্ড।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন