খোঁজ মিললো ৮ গ্রহের 'মিনি সৌরজগতে'র

  15-12-2017 04:52PM

পিএনএস ডেস্ক : আমাদের সৌরজগতের মতোই আরেকটি নক্ষত্র-জগতের খোঁজ মিলেছে। সেখানেও আমাদের সৌরজগতের মতো একটি নক্ষত্রকে ঘিরে চলছে আটটি গ্রহের আবর্তন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মিনি সৌরজগতের সন্ধান পেয়েছে নাসার কেপলার মহাকাশ টেলিস্কোপ ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'।

বৃহস্পতিবার নাসার এক বিবৃতিতে জানানো হয় নতুন এই সৌরজগতের খোঁজ পাওয়ার কথা। তবে, নতুন এই সৌরজগতে আমাদের সৌরজগতের মতো আটটি গ্রহ থাকলেও কোনো গ্রহেই প্রাণ থাকার কোনো সম্ভাবনা নেই বলে নাসার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পৃথিবী থেকে ২ হাজার ৫৪৫ আলোকবর্ষ দূরে কেপলার ৯০ নামে একটি নক্ষত্রকে কেন্দ্রে রেখে ঘুরছে আটটি গ্রহ।

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিজ্ঞানী অ্যান্ড্রু ভ্যান্ডারবার্গ এ বিষয়ে বলেন, 'কেপলার-৯০ নক্ষত্রজগত আমাদের সৌরজগতেরই মিনি ভার্সনের মতো।'

নতুন শনাক্ত হওয়া গ্রহ কেপলার-নাইনটি-আই (Kepler-90i) পৃথিবীর মতো একটা পাথুরে গ্রহ। নিজের নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে ১৪.৪ দিন। এর অর্থ হল পৃথিবীর দু সপ্তাহ সময়টাই সেখানকার এক বছর।

ভ্যান্ডারবার্গ বলেন, 'আমি কখনোই কেপলার-নাইনটি-আই গ্রহে যেতে চাইব না। কারণ এর ভূপৃষ্ঠ খুবই গরম হওয়ার কথা।'

নাসার হিসাব অনুযায়ী, কেপলার-নাইনটি-আই গ্রহের গড় তাপমাত্রা প্রায় ৪২৬ সেলসিয়াস (৮০০ ডিগ্রি ফারেনহাইট), যা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের সমান।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন