বুড়ো আঙুলের চেয়ে ছোট

  22-12-2017 09:55AM


পিএনএস ডেস্ক: বিশ্বের সব থেকে ছোট ফোনের আত্মপ্রকাশ ঘটাল জ্যাংকো নামে একটি সংস্থা। বাণিজ্যিক উৎপাদন শুরু না হলেও এই সংস্থার দাবি বুড়ো আঙুলের থেকেও আকারে ছোট হবে এই ফোন। আর ওজন হবে মাত্র ১৩ গ্রাম।

নামে এই ফোন আকারে মাত্র ৪৬.৭/২১/১২ মিমি। ফোনটি থেকে কল ও টেক্সট মেসেজ করা যাবে। ফোনে রয়েছে ০.৪৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। একটিই ন্যানো সিম ব্যবহার করা যাবে এই ফোনে। সেভ করা যাবে ৩০০ ফোন নম্বর। কল লিস্টে সেভ থাকবে ৫০টি নম্বর। সেভ রাখা যাবে ৫০টি এসএমএস।

ফোনটিতে থাকবে মিডিয়াটেক প্রসেসর। সঙ্গে ৩২ এমবি RAM ও ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। ২০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারিতে মিলবে ৩ দিনের স্ট্যান্ডবাই ও ৩ ঘণ্টার টকটাইম। ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সঙ্গেও সংযুক্ত করা যাবে এই ফোন। ব্রাউজ করা যাবে ইন্টারনেটও। আগামী বছরের মে মাস থেকে এই ফোন বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন