ভুয়া সংবাদ ধরার চেষ্টায় ব্যর্থ ফেসবুক

  22-12-2017 03:51PM

পিএনএস ডেস্ক: ভুয়া/ভিত্তিহীন সংবাদ ধরার চেষ্টায় ব্যর্থ হয়েছে ফেসবুক। নিজেদের প্ল্যাটফর্মে শেয়ার করা কোনো সংবাদ ভুয়া মনে হলে ফেসবুক লাল সতর্কতা সংকেত 'বিতর্কিত' দেখাত। কিন্তু এখন থেকে আর দেখাবে না। ফেসবুক জানিয়েছে, গত এক বছর ধরে চলা এই প্রক্রিয়ায় তেমন একটা সুফল পাওয়া যায়নি।

২০১৬ সালের ডিসেম্বরে ফেসবুক প্রথমবারের মতো ওই 'বিতর্কিত' আইকনটি দেখানো শুরু করে। এখন থেকে ফেসবুকে শেয়ার করা সংবাদের পাশে এই আইকন দেখবেন না ব্যবহারকারীরা। তার বদলে শেয়ার করা সংবাদের সঙ্গে সম্পর্কিত অন্যান্য সংবাদ (রিলেটেড আর্টিকেলস) দেখানো হবে।

সূত্র : গার্ডিয়ান, বিবিসি, দ্য ভার্জ

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন