কানের পাশ দিয়ে উড়ে গেল 'যম', টের পাইনি একদম!

  10-02-2018 03:27PM

পিএনএস ডেস্ক:শুক্রবার বিকেলে যখন আপনি নানা কাজে ব্যস্ত, জানেনই না ঠিক তখনই এক চুলের জন্য বাঁচল আমাদের পৃথিবী।

শুক্রবার বিকেল ৬টা নাগাদ পৃথিবীর প্রায় ঘাড়ের ওপর দিয়ে বেরিয়ে যায় একটি গ্রহাণু। বড়সড় একটি বাসের চেয়েও বড় এই গ্রহাণু যদি বিপুল বেগে পৃথিবীর ওপর আছড়ে পড়ত, তাহলে অন্তত কিছুটা অংশের ভালোরকম ক্ষতি হতো বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে চাঁদ যতদূরে রয়েছে, তার থেকেও অন্তত পাঁচগুণ কাছ দিয়ে উড়ে যায় এই গ্রহাণু।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, 'এত বড় কোনো গ্রহাণু সচরাচর পৃথিবীর এত কাছে এসে পড়ে না। তাই এর এপর নজর রেখেছিলাম আমরা।'

এই গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে asteroid 2018 CB। পৃথিবী থেকে মাত্র ৬৪,০০০ কিলোমিটার দূর দিয়ে উড়ে যায় এটি। অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব, তার পাঁচ ভাগের এক ভাগ দূর দিয়ে এটি বেরিয়ে যায়। এটি মোটামুটি ১৩০ ফুট লম্বা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গত মঙ্গলবার বিকেল ৩ট ৪০ নাগাদ পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছিল আরো একটি গ্রহাণু। তবে এটি আয়তনে অনেকটাই ছোট এবং গতকালের গ্রহাণুটির মতো সেটি পৃথিবীর এত কাছ দিয়েও যায়নি। পৃথিবী থেকে ১৮৪,০০০ কিলোমিটার দূর দিয়ে উড়ে গিয়েছিল সেই গ্রহাণুটি।

সূত্র : ইন্টারনেট

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন