ধেয়ে আসছে সৌরঝড়! সতর্কতা

  15-03-2018 11:55AM

পিএনএস ডেস্ক:সূর্যের বহিঃস্তরের উচ্চতাপযুক্ত প্লাজমার আবরণ থেকে তড়িদাহত কণার স্রোত বেরিয়ে আসে। ছড়িয়ে পড়ে মহাকাশে। একেই বলা হয় সৌরঝড়। আর এই একটি সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে। স্বয়ং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এ খবর দিয়েছে।

তারা বলছে, সূর্যপৃষ্ঠে বিস্ফোরণের ফলে নির্গত সৌরতরঙ্গ পৃথিবীর দিয়ে ধেয়ে আসছে। তবে এর সঠিক সময় জানানো হয়নি। পৃথিবীতেই এ সৌরঝড়ের প্রভাব দেখা যাবে।

এর জেরে আদতে কী প্রভাব পড়বে- সেটিও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের একাংশের মতে, এর জেরে মেরু অঞ্চলে মেরুপ্রভা দেখা যেতে পারে। এজন্য অবশ্য সতর্কতা জারি করা হয়েছে।

তারা বলছেন, সৌরঝড়ের প্রভাবে ভূ-চুম্বকীয় পরিবর্তনের জেরে স্যাটেলাইট সিগন্যালে বাধা সৃষ্টি হবে। ফলে ইন্টারনেট বিশেষত জিপিএস সিগন্যালে সমস্যা দেখা দিতে পারে। রা‌ডার যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে বিমান চলাচলেও সামিয়ক বাধা দেখা দিতে পারে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন