পেজ খুলতে পরিচয় জানাতে হবে ফেসবুককে

  07-04-2018 12:53PM

পিএনএস ডেস্ক: কিছুদিন ধরে ফেসবুক একটি আলোচিত বিষয় হয়ে দাড়িঁয়েছে। নানারকম আলোচনা, সমালোচনায় জর্জরিত এই সামাজিক যোগাযোগ মাধ্যম। নতুন খবর হলো, যারা ভূয়া পেজ খুলে আজেবাজে খবর ছড়াচ্ছে, তাদের জন্য কঠোর অবস্থানে যাচ্ছে ফেসবুক। এখন যারা ফেসবুকে পেজ পরিচালনা করেন, ফেসবুক কর্তৃপক্ষ তাদের পরিচয় নিশ্চিত হতে চাইছে। অপপ্রচার ও ভুয়া খবর ঠেকানোর এ উদ্যোগের কথা জানান ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

জাকারবার্গ জানিয়েছেন, আগে বড় পেজগুলোকে পরীক্ষা করা হবে। আর যেসব পেজ মালিক তাদের পেজের পরিচয় জানাবে না, তাদের ফেসবুকে কোনো রকম পোস্ট দিতে দেওয়া হবে না।

অনেকেই আছেন পরিচয় লুকিয়ে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে পেজ পরিচালনা করেন। এ ধরনের ভুয়া ব্যবহারকারী ঠেকাতেই এ উদ্যোগ।

জাকারবার্গ আরও বলেন, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া থেকে যেভাবে বিজ্ঞাপন এসেছে, এভাবে যাতে কেউ ভুয়া অ্যাকাউন্ট বা পেজ থেকে সুযোগ নিতে না পারে, তার জন্যই কঠোর ব্যবস্থা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন