ইন্টারনেটে হঠাৎ ধীর গতি

  18-04-2018 10:35AM

পিএনএস ডেস্ক: হঠাৎ করেই সারা দেশে গতি কমে গেছে ইন্টারনেটের। মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর থেকে যেকোন ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের। বাফারিংয়েই কেটে যাচ্ছে অনেকটা সময়।

জানা গেছে, দুটি আইটিসির (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) ফাইবার ডাউন হওয়াটাই এই সমস্যা সৃষ্টি করেছে। ক্যাবল মেরামত শেষ হলেই পূর্ণ গতি ফিরে আসবে ইন্টারনেটে। ইতোমধ্যেই একটি আইটিসি লাইভ (সচল) হয়েছে। অন্য আইটিসিটি সচল হতে আরও তিন-চার ঘণ্টা লাগতে পারে।

শের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক গণমাধ্যমকে জানান, আইটিসি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনের ক্যাবল কাটা পড়ায় বেনাপোল থেকে ঢাকার ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ব্যান্ডউইথ পরিবহনে ব্যাঘাত ঘটায় ইন্টারনেটে ধীর গতি ভর করেছে।
যাদের ব্যান্ডউইথের ব্যাকআপ আছে, তাদের কোনও সমস্যা হয়নি। আর যারা এই দুই আইটিসির ওপর শতভাগ নির্ভরশীল ও ব্যাকআপ নেই, তারাই মূলত সমস্যায় পড়েছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন