২০১৭ সালে ৮৩ লাখ ভিডিও সরিয়েছে ইউটিউব!

  26-04-2018 03:57PM

পিএনএস ডেস্ক:২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে নীতিমালা লঙ্ঘনের দায়ে ৮৩ লাখ ভিডিও মুছে ফেলেছে বিনা মূল্যে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব।

নিজেদের ব্যবস্থা প্রয়োগের বিষয়ে এই প্রথম ত্রৈমাসিক এ প্রতিবেদন প্রকাশ করল গুগল অধীনস্থ সাইটটি। কপিরাইট বা আইনি কারণে সরিয়ে দেয়া ভিডিওর সংখ্যা এ তালিকার বাইরে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ইউটিউবের প্রতিবেদন মতে, ওই সময়ের মধ্যে যৌনতাপূর্ণ ভিডিও নিয়ে ইউটিউব ব্যবহারকারীদের কাছ থেকে আসা অভিযোগের সংখ্যা ৯১ লাখ। ঘৃণা ও নিপীড়নমূলক কনটেন্ট হিসেবে অভিযোগ করা হয়েছে এমন কনটেন্টের সংখ্যা ৪৭ লাখ।

অধিকাংশ অভিযোগই ভারত, যুক্তরাষ্ট্র আর ব্রাজিল থেকে এসেছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, তাদের অ্যালগরিদম ৬৭ লাখ ভিডিও শনাক্ত করেছে। এ ভিডিওগুলো পরে মডারেটররা দেখেছেন ও মুছে ফেলেছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন