মঙ্গলগ্রহে অ্যালিয়েন খুঁজবে নাসা!

  29-04-2018 04:35PM

পিএনএস ডেস্ক: মঙ্গলগ্রহে দীর্ঘদিন ধরে নানা ধরনের গবেষণা করা হলেও এর মাটির গভীরে কী রয়েছে, তা নিয়ে সত্যিকার অনুসন্ধান চালানো হয়নি। তবে এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেই উদ্যোগ নিয়েছে।

এবার মঙ্গলগ্রহে এমন একটি যান পাঠানো হচ্ছে, যা গর্ত করার কাজ করবে।

ইনসাইট নামে মঙ্গলে এবারের মিশনটির অধীনে আগামী ৫ মে সরঞ্জাম নিয়ে মঙ্গলের উদ্দেশ্যে একটি রকেট যাত্রা করবে। মঙ্গলগ্রহের অভ্যন্তরে কী রয়েছে, তার বিস্তারিত জানা যাবে ইনসাইট থেকে।

ইনসাইটের কোনো চাকা নেই। তাই এটি কোনো যানও নয়। তবে এর ৭.৮ ফুট রবোটিক আর্ম রয়েছে। এটি মঙ্গলের মাটিতে সিসমোমিটার স্থাপন করবে। ফলে মঙ্গলের মাটিতে ভূমিকম্প হলেই তা নির্ণয় করবে যন্ত্রটি।

ইনসাইটের অন্য একটি বাহুর আকার ১৬ ফুট। এটি মঙ্গলের মাটির গভীরে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। ইনসাইটে একটি উন্নতমানের আবহাওয়া কেন্দ্রও থাকছে। মঙ্গলগ্রহে এ ধরনের উন্নতমানের আবহাওয়া কেন্দ্র আছে নেওয়া হয়নি।

পিএনএস/আল-আমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন