চা খেলেই ৮০ শতাংশ কমে যাবে ক্যান্সারের আশঙ্কা!

  24-05-2018 07:20PM

পিএনএস ডেস্ক : ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলতে পারেন ক্যান্সারের আশঙ্কাকে৷ ভাবছেন কীভাবে? দিনের শুরুটা করুন চায়ের কাপে চুমুক দিয়ে৷ সম্প্রতি, গবেষণা থেকে উঠে এসেছে এমনই একটি তথ্য৷ যেখানে বলা হয়েছে, চায়ের মধ্যে থাকা ক্ষুদ্র কণাগুলি ফুসফুসের ক্যান্সারকে প্রতিরোধে সাহায্য করে থাকে৷

UK র এক গবেষক মন্তব্য বলেন, বিষয়টি শুধুমাত্র আশ্চর্যের নয়৷ কণাগুলি সক্রিয়ভাবে ক্যান্সারের কোশগুলিকে বেড়ে উঠতে বাধা দেয়৷ আমরা যদিও এটা আশা করিনি৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই কণাগুলিকে কৃত্রিম উপায়ে বানানো যেতে পারে৷

তবে, প্রক্রিয়াটি বেশ জটিল৷ কমবেশি সকলেই জানেন চা পাতার উপকারিতা৷ অ্যমিনো অ্যাসিড, ভিটামিনস্, অ্যান্টি-অক্সিডেন্ট সহ একাধিক উপাদানে পূর্ণ চা পাতা৷ যা ঠাণ্ডা লাগা, কাশি এবং ফ্লু ইত্যাদিকে প্রতিরোধ করে থাকে৷

গবেষণার তথ্য অনুযায়ী, চা পাতার নির্যাসের সঙ্গে ক্যাডমিয়াম সালফেট সহ সোডিয়াম সালফাইড যোগ করে একটি উপাদান তৈরি হবে৷ যেখান থেকে তৈরি করা হবে কণাগুলিকে৷আর, সেই কণাগুলিই পরবর্তীকালে ফুসফুসকে ক্যান্সার সেল মুক্ত করতে সাহায্য করবে৷ চা পাতা দিয়ে তৈরী এই প্রক্রিয়াটি ক্যামিক্যাল পদ্ধতির থেকে অনেক বেশি সহজ৷ তাই, গবেষকরা এই সহজ পদ্ধতির উপরেই গুরুত্ব আরোপ করছেন৷

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন