২৯ ইউজারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা

  05-08-2018 10:25AM


পিএনএস ডেস্ক: চলমান ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব, অনলাইন নিউজ পোর্টাল ও ব্লগে বিভিন্ন উস্কানিমূলক লেখা, পোস্ট, ভিডিও-এর মাধ্যমে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে ।

রমনা থানা সূত্রে জানা যায় -আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক লেখা, পোস্ট, ভিডিও আপলোড করার জন্য রমনা মডেল থানায় ২ আগস্ট ২০১৮ তারিখে ডিএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সোস্যাল মিডিয়া মনিটরিং টিমের এএসআই/মোঃ ইয়াছিন মিয়া ২৯ ইউজারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন । ইউজারের নাম হলো-

(১) ফেসবুক ইউজার নেইমঃ Ray Han,

(২) ফেসবুক ইউজার নেইম : Ariful Islam Jihad,

(৩) ফেসবুক পেইজ : Amra Nobin,

(৪) ফেসবুক ইউজার নেইম : Habibur Rahman,

(৫) ফেসবুক ইউজার নেইম : Sabin Rahman Nomun,

(৬) ফেসবুক ইউজার নেইম : Saidul Apu,

(৭) ফেসবুক পেইজ : ফাকিবাজ লিংক,

(৮) ফেসবুক পেইজ : AndolonNews,

(৯) গ্রুপ : বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ (BSGKS) groups,

(১০) ফেসবুক পেইজ : AndolonNews,

(১১) ফেসবুক ইউজার নেইম : সাইদুল ইসলাম তহিদ,

(১২) ফেসবুক পেইজ : বাঁশের কেল্লা-Basherkella,

(১৩) ফেসবুক ইউজার নেইম : Gazi Abu Yousah,

(১৪) Twitter : Shamim Shuvo@shuvo ,

(১৫) Twitter : https://twitter.com/SaimoonHossain.

(১৬) ফেসবুকগ্রুপ : FightForSurvivorsRight,

(১৭) Twitter: https://twitter.com/Nowrin07,

(১৮) Twitter: https://twitter.com/RanaMasum1,

(১৯) Twitter: Zoombangla@zoombangla,

(২০) অন লাইন নিউজ : banglamail71,

(২১) Twitter: https://twitter.com/dipukhanbnp

(২২) Twitter : https://twitter.com/IdrishHossain,

(২৩) Twitter : https://twitter.com/IamNinisRimi,

(২৪) Twitter: https://twitter.com/m_amin_99,

(২৫) Twitter : https://twitter.com/BiplobiKaji,

(২৬) ফেসবুক ইউজার নেইম : Nasif Wahid Faizal,

(২৭) ফেসবুক ভিডিও লিংক :

(ক) https://www.facebook.com/newbasherkella/videos/1941294905958464,

(খ) https://www.facebook.com/sajinhmedkawshik/videos/2280508665305918,

(গ) https//www.facebook.com/Rmbds/videos/3490094451009132,

(ঘ) https://www.facebook.com/ZahidFSarderSaddi/videos/1915752638487903,

(ঙ) https://www.facebook.com/Rmbds/videos/3489698281048749,

(চ) https://www.facebook.com/BTP2471/videos/2146504468945665,

(ছ) https://www.facebook.com/shakoat/videos/1895201127184353,

(২৮) ফেসবুক আইডি= নুরুলহক নুর,

(২৯) নিউজ পোর্টাল : https://news.zoombangla.com

ফেসবুকে গুজব ছড়ানোর মাধ্যমে ঢাকার ধানমণ্ডিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিার্থীদের সাথে আওয়ামী লীগ কর্মীদের সঙ্ঘাতের পর মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা জানান, ইন্টারনেটের গতি ১.২৮ কেবিপিএসে নামানোর ‘নির্দেশনা দেয়া হয়েছে’ তাদের।

তারা বলেছেন, সন্ধ্যার পর থেকে এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারা।

তবে এই নির্দেশনা কত দিনের জন্য বা কত ঘণ্টার জন্য এই নির্দেশনা সে সম্পর্কে কিছু বলতে চাননি এই কর্মকর্তারা।

তবে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘এভাবে কোনো নির্দেশনা দেয়া হয়নি। ইন্টারনেট ঠিকই আছে।’

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ১.২৮ কেবিপিএসে ফেসবুকে ছবি আপলোড করা সম্ভব হবে না। অন্যান্য ওয়েবসাইট দেখতেও গ্রাহকদের বেশ ভোগান্তিতে পড়তে হবে। সূত্র: নয়া দিগন্ত

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন