‘লাইভ’ সুবিধা টুইটারেও

  09-09-2018 11:20AM



পিএনএস ডেস্ক: জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারেও লাইভ করা যাবে। শুরুতে টুইটারে কেবলমাত্র অডিও লাইভ করা যাবে। তবে টুইটারের লাইভ ব্রডকাস্টের সুবিধা আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই পাবেন।

দ্যা ভার্জ জানিয়েছে, টুইটার তাদের লাইভের সুবিধা টুইটার অ্যাপের পাশাপাশি পেরিস্কোপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। গত শুক্রবার থেকে ফিচারটি চালু করেছে টুইটার।

অ্যাপলের আইওএস ব্যবহারকারী তাদের টুইটার অ্যাপ আপডেট করে লাইভ ফিচার উপভোগ করতে পারবেন। এজন্য তাদের ‘অ্যাপ থেকে ‘অডিও অনলি ব্রডকাস্ট’ফিচারে যেতে হবে। এর পর গো লাইভ বাটন ক্লিক করে অডিও লাইভ করা যাবে।

অ্যানড্রয়েড ব্যবহারকারী টুইটারের নতুন এই লাইভ অডিও ব্রডকাস্টিং ফিচার ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে কিছু জানায়নি টুইটার।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন