যে কোডে কুপোকাত আইফোন-আইপ্যাড!

  18-09-2018 12:04PM

পিএনএস ডেস্ক : আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন বা আইপ্যাডে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির খোঁজ মিলেছে। এ ত্রুটির কারণে যেকোনো ওয়েবসাইটে মাত্র ১৫ লাইনের একটি কোডযুক্ত করলেই সেই ওয়েবসাইটটিতে প্রবেশের সময় রিস্টার্ট হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যাচ্ছে আইফোন-আইপ্যাড। এমনকি ডিভাইসগুলো অকার্যকর হওয়ারও শঙ্কা রয়েছে। যেকোনো ওয়েবসাইটেই কোডটি যুক্ত করা সম্ভব। জানিয়েছেন নিরাপত্তা গবেষক সাবরি হাডশি।

এ বিষয়ে এক টুইট বার্তায় তিনি জানান, বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের সঙ্গে অ্যাপল ডিভাইসের সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত ‘অ্যাপল ওয়েব কিট’-এর কারিগরি ত্রুটির কারণেই এমনটি হচ্ছে। আইওএস ১১.৪.১ থেকে শুরু করে আইওএস ১২ সংস্করণে চলা হালনাগাদ সব আইফোনে এ সমস্যা হতে পারে। এমনকি সম্প্রতি বাজারে আসা নতুন মডেলের আইফোনও এ নিরাপত্তা ত্রুটির ঝুঁকিতে রয়েছে। তবে এর মাধ্যমে আইফোন বা আইপ্যাড থেকে কোনো তথ্য চুরি হওয়ার শঙ্কা নেই।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন