ইন্দোনেশিয়ার আকাশে এলিয়ানের উড়োজাহাজ (ভিডিও)

  24-09-2018 01:07PM

পিএনএস ডেস্ক : ভিনগ্রহের যান বা আনআইডেন্টিফায়েড অবজেক্ট (ইউএফও) নিয়ে নানা গল্প-গুঞ্জন শোনা যায় বিশ্বজুড়ে। কিন্তু সত্যি সত্যিই যদি আপনার চোখের সামনে হাজির হয় এমন কিছু?

সম্প্রতি ইন্দোনেশিয়ার আকাশে সত্যি সত্যিই দেখা গেছে এমন এক যান। স্থানীয় ও বিশ্লেষকদের ধারণা ওই যানটি ভিনগ্রহীদের। খবর কলকাতা২৪।

খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার আকাশে সকালে হঠাৎ দেখা যায় এই ভিনগ্রহীদের যান। স্থানীয় সাংবাদিকরা সেটির ভিডিও ধারণ করে।

সাংবাদিকরা জানান, একটি মেঘের স্তুপের পেছন থেকে বেরিয়ে আসছিলো ওই যানটি। যার যার গতিবেগ ছিল প্রায় ঘণ্টায় ৫০০ মাইল। পরে ইউএফওটি মেঘের আড়ালে হারিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, ইউএফওটি যখন আকাশ দিয়ে যাচ্ছিল তখন ওই অঞ্চলের রেডিও, টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন