পিএনএস ডেস্ক : সাইকেলের সঙ্গে ১৫টি স্মার্টফোন বাঁধা। এগুলোতে পোকেমন গো খেলেন 'পোকেমন দাদা'। আসল নাম চেন সান-ইয়ুমান। বয়স ৭০, বাড়ি তাইওয়ান।
এই বয়সে ভিডিও গেমসের প্রতি তাঁর এত আকর্ষণ এলাকাবাসীর নজর কেড়েছে। সারারাত না ঘুমিয়ে গেমস খেলতে পারেন তিনি। সেজন্য বিশেষভাবে ব্যাটারি চার্জের ব্যবস্থাও করেছেন।
২০১৬ সালে নাতির কাছে প্রথম পোকেমন গো খেলা শিখেছিলেন।
সূত্র : ডিডাব্লিও
পিএনএস/এএ
একাই ১৫টি স্মার্টফোন দিয়ে পোকেমন গো খেলেন তিনি!
