পৃথিবীর নজরদারিতে ভারতীয় উপগ্রহ উৎক্ষেপণ

  01-12-2018 02:02PM

পিএনএস ডেস্ক:ভূ–পর্যবেক্ষণের জন্য শক্তিশালী উপগ্রহ এইচওয়াইএসআইএস উৎক্ষেপণ করল ইসরো। পাশাপাশি পিএসএলভি–সি৪৩ রকেটে চাপিয়ে ৩০টি উপগ্রহও উৎক্ষেপণ করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ করা হয়।‌

৩৮০ কেজির এইচওয়াইএসআইএস হল উন্নতমানের উপগ্রহ, যা পৃথিবীর ওপর নজরদারি চালাবে।

১১২ মিনিটের অভিযানে এইচওয়াইএসআইএস–কে সূর্যের সমান্তরাল মেরু কক্ষপথে বসিয়েছে পিএসএলভি–সি৪৩। পাশাপাশি ৮টি দেশের একটি মাইক্রো এবং ২৯টি ন্যানো উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে। যাদের মিলিত ওজন ২৬১.‌১ কেজি। তার মধ্যে ২৩টি উপগ্রহ আমেরিকার।

ভারতীয় রকেটে চেপে এই প্রথম মহাকাশে পাড়ি দিল অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মালয়েশিয়া এবং স্পেনের উপগ্রহ। এছাড়া কানাডা, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডসের উপগ্রহও রয়েছে। ‌‌

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন