এবার আসছে ‘সিক্স-জি’!

  08-12-2018 05:14PM

পিএনএস ডেস্ক :৬ষ্ঠ প্রজন্মের ওয়্যারলেস সিস্টেম (সিক্সথ-জি) আনার ঘোষণা দিয়েছে চীন। ৫ জি(৫ম প্রজন্ম) চালু না হতেই এরই মধ্যে সিক্স জি আনার ঘোষণা দিল চীন। বিশ্বে প্রথম সিক্স-জি চালু করবে বলে ঘোষণা দিয়েছে চীন।

চীনা সরকার আশা করছে ২০৩০ সালের শুরুতেই দেশে সিক্স-জি পরিষেবা চালু করতে পারবে।

চীনের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ফাইভ-জি প্রযুক্তির গবেষণা গ্রুপের প্রধান সু জিন জানিয়েছেন, বেইজিং এ বছরই সিক্স-জি নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে। মার্চে এ কাজ শুরু হয়। বিশ্বে প্রথম দেশ হিসেবে চীন এ কাজ শুরু করেছে।

সু বলেন, সিক্স-জি নিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২০ সালে কাজ শুরু হবে। আর ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে বড় পরিসরে সিক্স-জি নেটওয়ার্ক চালুর পরিকল্পনা আছে চীন সরকারের।

যদিও বিশ্বে ফাইভ-জি সেবাই এখনও চালু হয়নি। বিশেষজ্ঞরা অবশ্য আশা করছেন, বিশ্বে ফাইভ-জির ব্যবহার ২০১৯ সালের মধ্যেই শুরু হয়ে যাবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন