এবার ফোন চোরদের দিন শেষ!

  22-01-2019 02:21PM

পিএনএস ডেস্ক :বৈধ ও অবৈধ সেট যাচাই ও চুরি-ছিনতাই হওয়া ফোন বন্ধ করার সুবিধা নিয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মঙ্গলবার (২২ জানুয়ারি) একটি ডেটাবেইজ চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান।

এই ডেটাবেইজ চালু হলে কারও ফোন চুরি বা ছিনতাই হলে সেটি বন্ধ বা লক করে দিতে পারবেন। ফোনটি ফেরত পাওয়ার পথও তৈরি হবে তার সামনে।

এই ডেটাবেইজ তৈরি হবে বৈধভাবে আমদানি করা ও দেশে তৈরি সব মোবাইল হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেনটিটি বা আইএমইআই নম্বর নিয়ে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন