আকাশে এখন সুপার মুন

  19-02-2019 09:55PM

পিএনএস ডেস্ক : মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে এসেছে চাঁদ। তাই সুপারমুনের দেখা মিলছে আজ রাতে। পৃথিবী থেকে চাঁদকে আজ রাতে সবচেয়ে বেশি আলোকিত দেখা যাচ্ছে। ২০২৬ সালের আগে আর এমন ঘটনা ঘটবে না।

আমেরিকা থেকে মঙ্গলবার ভোরের একটু আগে এবং ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে সূর্যাস্তের পর সুপারমুন দেখা যাচ্ছে।

আজ সুপারমুন দেখতে ব্যর্থ হলে আগামী সাত বছরের আগে আর দেখতে পারবেন না।

১৯৭৯ সালে জ্যোতির্বেত্তা রিচার্ড নোলে প্রথমবারের মতো সুপার মুনের কথা বলেন। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসা চাঁদকে ‘নতুন বা পূর্ণচাঁদ’ বলে সংজ্ঞায়িত করেন তিনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন