পাকিস্তানি হ্যাকারদের হানায় ১০০টি ভারতীয় সাইট

  19-02-2019 11:41PM

পিএনএস ডেস্ক : ভারতের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হানা দিয়েছে পাকিস্তানি হ্যাকাররা। এতে ভারতের ১০০টি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ চলে গেছে পাকিস্তানি হ্যাকারদের হাতে। পুলওয়ামা হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে যে বাকযুদ্ধ চলছিল, সেই যুদ্ধের প্রভাব পড়েছে অনলাইনেও।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এর খবরে বলা হয়েছে, ১০০ ওয়েবসাইটের মধ্যে বিজেপির নাগপুরের দফতর ও গুজরাটের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে। হ্যাক করা হয়েছে বিজেপি নেতা আইকে জাদেজার ব্লগও।

এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল ওই হ্যাকের পেছনে ছিল ভারতীয় হ্যাকাররা।

প্রযুক্তির এ সময়ে এখন অনলাইন যুদ্ধে প্রতিপক্ষকে সহজেই ঘায়েল করা যায়। ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে সে চেষ্টাই করে হ্যাকাররা। পাক-ভারত সরাসরি যুদ্ধে না জড়ালেও অনলাইনে উভয় দেশের নাগরিকরাই তুমুল লড়াই চালিয়ে যাচ্ছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন