বন্ধ হতে যাচ্ছে উইন্ডোজ ৭!

  26-03-2019 01:13PM

পিএনএস ডেস্ক :মাইক্রোসফট ঘোষণা দিয়েছে উইন্ডোজ ৭ -এ নতুন করে সমর্থন দেওয়া হবে না। বর্তমান গ্রাহকদের নোটিফিকেশন আপডেটের মাধ্যমে বিষয়টি জানাচ্ছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২২ মার্চ) মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, ‘১০ বছর সেবা দেওয়ার পর ২০২০ সালের ১৪ জানুয়ারি হবে উইন্ডোজ ৭ চালিত কম্পিউটারে নিরাপত্তা আপডেটের শেষ দিন। এই আপডেটের মাধ্যমে গ্রাহককে উইন্ডোজ ৭-এ সমর্থন বন্ধেরও বার্তা দেওয়া হবে।’ খবর আইএএনএস-এর।

মাইক্রোসফট জানিয়েছে, চলতি মাসের শুরুতেই উইন্ডোজ ৭ সমর্থন বন্ধের বিষয়ে গ্রাহকদের নোটিফিকেশন দেওয়ার পরিকল্পনা আছে।

মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, ‘উইন্ডোজ আপডেটের মাধ্যমে শেষ আপডেটটি দেওয়া হবে। যদি স্বয়ংক্রিয় আপডেট ফিচার চালু করা থাকে তাহলে আপডেট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে ইনস্টল হবে।’

গ্রাহক সেবার দিক থেকে সম্প্রতি উইন্ডোজ ৭-কে টপকে শীর্ষে ওঠে উইন্ডোজ ১০। ২০১৮ সালের ডিসেম্বরে ডেস্কটপ ওএস বাজারের ৩৯.২২ শতাংশ দখল করেছে উইন্ডোজ ১০। আর উইন্ডোজ ৭-এর দখলে ছিল ৩৬.৯ শতাংশ বাজার।

সাড়ে তিন বছরে ডেস্কটপ ওএস বাজারের শীর্ষে উঠেছে উইন্ডোজ ১০। উন্মোচনের পর থেকে প্রায় ১০ বছর শীর্ষে ছিল উইন্ডোজ ৭।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন