যে কারণে ১ লাখ ভিডিও সরিয়েছে ইউটিউব!

  06-05-2019 11:09AM

পিএনএস ডেস্ক : জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউব এক লাখের বেশি ভিডিও সরিয়ে ফেলেছে। সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগে এ ভিডিও সরালো প্রতিষ্ঠানটি।

সম্প্রতি মার্কিন কংগ্রেস সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগে ইউটিউবকে এসব ভিডিও’র তালিকা দেয়। গুগলের সহযোগী প্রতিষ্ঠান ইউটিউব এরপরই ভিডিওগুলো সরিয়ে নেয়।

গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দু'টি মসজিদে সন্ত্রাসবাদী হামলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করে হামলাকারী। এই ঘটনার প্রেক্ষিতে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হিংসাত্মক রাজনৈতিক বিষয়বস্তু সরিয়ে ফেলার জন্য গুগল, ফেসবুক, টুইটার এবং মাইক্রোসফটকে নির্দেশ দিয়েছিল মার্কিন কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি সংক্রান্ত কমিটি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন