উবারে ফোন এনোনিমাইজেশন শুরু

  11-06-2019 01:13AM

পিএনএস ডেস্ক: ফোন এনোনিমাইসেশন প্রযুক্তি চালু করেছে উবার। জানা গেছে, এই ফোন এনোনিমাইজেশন সফটওয়ারের মাধ্যমে যাত্রী ও চালক উভয়ের প্রাইভেসি নিশ্চিত করা হবে।

অন-ডিমান্ড রাইড-শেয়ারিং কোম্পানিটি জানায়, নতুন এই প্রযুক্তির মাধ্যমে প্রাইভেসি সুরক্ষার জন্য যাত্রী ও চালকের ফোন নম্বর ও কন্টাক্ট বিবরণীর গোপনীয়তা বজায় থাকবে।

উবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এতথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির বাংলাদেশ প্রধান জুলকার কাজী ইসলাম বলেন, যাত্রী ও চালক উভয়ই উবার ব্যবসার অংশ। তাদের গোপনীয়তা নিশ্চিত করতে ও তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে এই প্রযুক্তি চালু করা হয়েছে।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন