সদাই ডট কমে মন্ত্রী মোস্তফা জাব্বার

  05-12-2019 04:08PM

পিএনএস ডেস্ক : আজ (৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বৈশাখী টিভির নতুন অনুষ্ঠান তথ্যমূলক অনলাইন ভিত্তিক বিজনেস শো ইভ্যালি সদাই ডট কম। অনলাইনভিত্তিক কেনাকাটা এবং কাজকর্মের সুবিধা অসুবিধা, তথ্যপ্রযুক্তির উন্নতি ও উৎকর্ষতা নিয়েই এ অনুষ্ঠান। প্রচার হবে প্রতি শুক্রবার রাত ১১টায়। নানা বিষয় আর প্রতিবেদনে সাজানো হয়েছে অনলাইন সদাই ডট কমের প্রথম পর্ব।

ডিজিটাল বাংলাদেশ ও তথ্যপ্রযুক্তির নানা বিষয় নিয়ে কথা বলেছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার। থাকবে ঢাকা শহরের অনলাইন শপিংয়ের ওপর প্রতিবেদন। এ বিষয়ে কথা বলেছেন, চাল ডাল ডট কম-এর প্রতিষ্ঠাতা ও সিওও জিয়া আশরাফ। রয়েছে অনলাইন ভিত্তিক সদাই ও ই-কমার্সের ওপর কুইজ।
উত্তরদাতার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

আরজে নীরব ও সারিকা ইকবালের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর রাসেল ও শাহ্ আলম। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের সার্বিক তত্ত্বাবধানে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন লিটু সোলায়মান।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন