বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুক্রবার, জ্যোতির্বিদদের কৌতূহল

  09-01-2020 08:33PM

পিএনএস ডেস্ক : ২০২০ সালের ১০ জানুয়ারি নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণ। যা ঘিরে আগ্রহ ভালোই সাধারণ মানুষের মধ্যে। দশকের প্রথম চন্দ্রগ্রহণ ঘিরে কৌতূহল রয়েছে জ্যোতির্বিদদের মধ্যেও।

চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় আসে এবং সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয় তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর। পৃথিবী থেকে দেখলে কিছু সময়ের জন্য আংশিক অদৃশ্য হয়ে যায় চাঁদ। এই ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।

গ্রহণ শুরু হবে শুক্রবার রাত ১১টা ০৭ এবং গ্রহণ শেষ হবে শনিবার রাত ৩ টা ১২ মিনিটে।
অর্থাৎ মোট ৪ ঘণ্টা ০৫ মিনিটের জন্য থাকবে চন্দ্রগ্রহণ। এর মধ্যে মধ্যরাত ১টা ১০ মিনিটে সবচেয়ে বেশি সময়ের জন্য চন্দ্রগ্রহণ দেখা যাবে।

কোন কোন দেশে দেখা যাবে?

বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো থেকে দেখা যাবে গ্রহণ। এছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকার দেশগুলো, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্তের দেশগুলো থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে।

কোন কোন দেশে দেখা যাবে না?

ব্রিটেন, কানাডা, দক্ষিণ আমেরিকায় গ্রহণ দেখা যাবে না বলে জানা গেছে।

খালি চোখে দেখা যাবে?

সূর্যগ্রহণের সময় যেমন বিশেষ চশমা পরে দেখার পরামর্শ দেওয়া হয়, চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সেই সতর্কতা নেই। খালি চোখে দেখা যাবে চন্দ্রগ্রহণ।

পরবর্তী চন্দ্রগ্রহণ কবে?

এরপর চন্দ্রগ্রহণ ৫ জুন। এছাড়াও চলতি বছরের ৪ জুলাই, ২৯ নভেম্বর চন্দ্রগ্রহণ হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন