আইফোনে চলবে অ্যানড্রয়েড!

  06-03-2020 03:03PM

পিএনএস ডেস্ক:আইফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালানো সম্ভব? এ প্রশ্নের জবাব দিয়েছেন একদল ডেভেলপার। তাদের মতে, এ অসাধ্যকে সাধন করা সম্ভব। তারা করে দেখিয়েছেনও, আর তাতেই ক্ষেপেছে অ্যাপল।

ডেভেলপারদের সাইবার সিকিউরিটি বিষয়ক দল ‘কোরেলিয়াম’ কাজটি করেছে। ‘প্রজেক্ট স্যান্ডক্যাসেল’ দিয়ে আইফোন ৭ ও ৭ প্লাসে রুট করে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম দিতে সক্ষম হয়েছেন তারা। এমনকি সেই সক্ষমতা অর্জনের পর তারা আইওএস ডিভাইসে অ্যানড্রয়েডের কাজ করেও দেখিয়েছেন।

আইফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চললে সব ফিচার সাপোর্ট করেনি। জিপিইউ, অডিও, সেলুলার, ব্লুটুথ, ক্যামেরা কাজ করছে না। কিন্তু আইফোন সচল আছে। আর এটাকে প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন ডেভেলপাররা। যদিও তারা বলছেন, যদিও তারা আইফোন ৭ দিয়ে খুব কঠোরভাবে চেষ্টা করেননি।

ডেভেলপার দলের এমন কাণ্ডে বসে নেই অ্যাপল। নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে কোরেলিয়ামের বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছে মার্কিন জায়ান্টটি। অ্যাপলের আইনজীবী বলেছেন, কোরেলিয়াম যা করেছে সেটি নিঃসন্দেহে আইফোনসহ অন্যান্য ডিভাইসের নিরাপত্তাকে হুমকিতে ফেলা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন