করোনাভাইরাস : ২৩শ কর্মীকে বাসায় থেকেই কাজ করার নির্দেশ দিল গ্রামীণফোন

  16-03-2020 07:56PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশকে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য স্কুল কলেজ সিনেমা হল বন্ধ ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় টেলিকম কম্পানি গ্রামীণফোন এবার তার ২৩০০ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। সোমবার (১৫ মার্চ) এ সিদ্ধান্ত জানায় কম্পানিটি।

বাংলাদেশের শীর্ষ টেলিকম কম্পানিটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান জানান, গ্রামীণফোন কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। করোনা সতর্কতায় এই পদক্ষেপ।

তিনি আরো জানান, যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে, সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন। এ ক্ষেত্রেও যথাসম্ভব সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপর সেবা দিতে বলা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন