গুগল ডুডলে করোনার সতর্কবার্তা!

  03-04-2020 03:26PM

পিএনএস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। মহামারি আকার ধারণ করা এই ভাইরাসে শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত ৫৩ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখ ১৫ হাজার ৫০৫ জন। এদের মধ্যে বর্তমানে ৭ লাখ ৪৯ হাজার ৯১৮ জন চিকিৎসাধীন এবং ৩৭ হাজার ৬৯৬ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এদিকে করোনা সংক্রমণ রোধ নিয়ে মানুষকে সচেতন করতে কাজ করছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। তাই মানুষকে ঘরে থেকে্ জীবন রক্ষার্থে টিপস (সতর্কবার্তা) দিয়েছে গুগল।

গুগলের হোম পেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাবেন কোভিড ১৯ বিষয়ক সচেতনতামূলক চমৎকার একটি বার্তা। ওই ডুডলের ট্যাগ লাইনে শোভা হচ্ছে ‘স্টে হোম, সেভ লাইভস’। করোনা ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশগুলো মানতে বলছে গুগল।

সতর্কবার্তাগুলো:
১ বাড়িতে থাকুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

২ নিয়মিত হাত ধোবেন ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন।

৩ অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন