বছরের সেরা ফটো স্মার্টফোন হুয়াওয়ে পি৪০

  18-04-2020 12:50PM

পিএনএস ডেস্ক: করোনা পরিস্থিতির জেরে ঊর্ধ্বমুখী স্মার্টফোন বাজারে পতনের পথ দেখা যাচ্ছে। তারপরও ভালো-খারাপের হিসাব-নিকাশ থেমে নেই। বিশ্বের ফটোগ্রাফি পাবলিকেশনগুলোর সম্মিলিত সংস্থা ‘টেকনিক্যাল ইমেজ প্রেস অ্যাসোসিয়েশন (টিআইপিএ)’ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালের সেরা ফটো স্মার্টফোন হলো হুয়াওয়ে পি৪০।

চতুর্থবারের মতো এই পুরস্কার পেল চীনা স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ বছর ফটো, সেলফি বিভাগে যথাক্রমে সর্বোচ্চ ১৪০ ও ১০৩ পয়েন্ট স্কোর করেছে হুয়াওয়ে পি৪০।

হুয়াওয়ে পি৪০ সিরিজে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে স্ক্রিন ও ক্যামেরায়। ফোনটির স্ক্রিনের উপরের দিকে বাম পাশে রয়েছে ৩২ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা। সঙ্গে থাকছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনটির পেছনের দিকে দেয়া হয়েছে ৫টি লেন্স সমৃদ্ধ ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেল ‘আল্ট্রাভিশন ক্যামেরা’, ৪০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, দুটি ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং একটি ডেপথ সেন্সর।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন