এবার যেসব নতুন পণ্য আনলো মাইক্রোসফট

  08-05-2020 12:19PM

পিএনএস ডেস্ক: বেশ কিছু নতুন পণ্য উন্মোচন করেছে মাইক্রোসফট। এর মধ্যে রয়েছে সারফেস বুক ৩, সারফেস গো ২ এবং নতুন হেডফোন ও এয়ারবাডস। দেখে নেয়া যাক পণ্যগুলোতে কী চমক রয়েছে-

সারফেস বুক ৩
যারা গ্রাফিক ডিজাইনার এবং ডেভেলপার, তাদের জন্যই মূলত সারফেস বুক ৩ এনেছে মাইক্রোসফট। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের ১০ প্রজন্মের প্রসেসর। রাখা হয়েছে আলাদা করে গ্রাফিক্স এনভিডিয়া কোয়ার্ড আরটিএক্স ৩০০০ গ্রাফিক। ডিভাইসটির দাম শুরু ১৫৯৯ ডলার থেকে।

সারফেস গো ২
সারফেস গো এর সঙ্গে খুব বেশি পার্থক্য নেই এটির। এই কম্পিউটারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া। ১০. ৫ ইঞ্চির ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর। ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এতে। চার জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের সারফেস গো ২ এর দাম ৩৯৯ ডলার।

সারফেস হেডফোন
দ্বিতীয় প্রজন্মের সারফেস হেডফোন এনেছে মাইক্রোসফট। নয়েজ ক্যানসেলিং হেডফোনটিতে রয়েছে ১৩ লেবেল পর্যন্ত নয়েজ ক্যানসেল করার সুবিধা। এটির ব্যাটারি লাইফ অনেক বেশি। ডিভাইসটির দাম ২৪৯ ডলার।

সারফেস এয়ারবাডস ডক ২
মাইক্রোসসফট নতুন করে এয়ারবাডস ডক ২ এনেছে। এটির দাম ২৬০ ডলার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন