দক্ষিণ এশিয়ায় নতুন ‘প্রেসিডেন্ট’ পেল উবার

  16-07-2020 10:15PM

পিএনএস ডেস্ক : দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য প্রবজিৎ সিংকে কোম্পানির নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্বের অন্যতম বড় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার।

বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কাজুড়ে উবারের সব যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ব্যবসায়ের গতিশীলতা বৃদ্ধি করতে প্রবজিৎ সিংকে নিয়োগ দেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই ঘোষণা দেয়ার সময় উবারের এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক মহাব্যবস্থাপক প্রদীপ পরমেশ্বরন বলেন, ‘আমি এ ঘোষণা দিতে পেরে আনন্দিত যে, প্রবজিৎ উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হচ্ছেন। এটি আমাদের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং সর্বাধিক কৌশলগত বাজার।’
২০১৫ সালে উবারে যোগ দিয়েছিলেন প্রবজিৎ সিং। তার পদটি খালি হয় কয়েক সপ্তাহ আগে।

করোনা আসার আগে থেকেই ভারতে সুবিধা করতে পারছিল না উবার। তারা তাদের ফুড সার্ভিস দেশটিতে বিক্রি করে দিয়েছে। সম্প্রতি স্থানীয়দের মধ্য থেকে ২৫ শতাংশ জনশক্তি বাদ দিয়েছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন